জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মাধবখালী, মেদিনীপুর ও গয়েশপুর বিওপির বিজিবি সদস্যরা মাদত বিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে ভারতীয় ১২৩ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গত সোমবার বিজিবি এ অভিযান পরিচালনা করে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে মাধবখালী বিওপির বিজিবি সদস্যা সীমান্তের মাধবখালী মাঠে অভিযান পরিচালনা করে। বিওপির নায়েক মোজাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মেদিনীপুর বিওপির হাবিলদার শাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিজিবির টিম হরিহরনগর গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গয়েশপুর বিওপির নায়েব সুবেদার মকবুল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টিম গোয়ালপাড়ার আমবাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেহেদী হাসান থান উপরোক্ত ফেনসিডিল ও গাঁজা উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।