জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মেদিনীপুর ও নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে জীবননগর উপজেলার দুটি সীমান্তে অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে ১১৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪৬ বোতল মদ উদ্ধার করেছে। গত দুই দিনে বিজিবি এ অভিযান পরিচালনা করে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, মেদিনীপুর বিওপির একটি টহল দল শুক্রবার টহলকালে মেদিনীপুর গ্রামের একটি আম বাগানের ভেতর হতে পরিত্যক্ত অবস্থায় ১১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপর দিকে নতুনপাড়া বিওপির অপর একটি টহল দল নতুনপাড়ার গিয়াস উদ্দিনের আম বাগানে বুধবার রাতে অভিযান পরিচালনা করে। অভিযান কালে পরিত্যক্ত অবস্থায় ৪৬ বোতল মদ উদ্ধার করে। অভিযান কালে বিজিবি সংশ্লিষ্ট কোন মাদক ব্যাবসায়ীকে আটক করতে সক্ষম হয়নি। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান উপরোক্ত ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধারের সত্যতা গতকাল শনিবার সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ডাকাতি মামলায় দু’জন এক দিনের রিমান্ডে
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ