জীবননগর ব্যুরো: জীবননগর সীমান্তে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাবার সময় এক শিশুসহ তিনজন বাংলাদেশীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ভোরে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬১ নং মেইন পিলার এবং ৯ নং সাব পিলারের কাছ থেকে ১শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৃত্তিপাড়া মাঠে মেহগনি বাগানের ভেতর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পূর্ব চিপা বারইলাখী গ্রামের মৃত ইমাম হাওলাদারের ছেলে রাজ্জাক হাওলাদার (২৯), তার স্ত্রী সুমনা আক্তার (২৪) এবং তাদের ২ মাসের শিশু কন্যা জয়া আক্তার। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খাঁন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে জানান, জীবননগর উপজেলার বেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন বাংলাদেশী অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাবেন। এ সংবাদের ভিত্তিত্তে বিজিবি সদস্যরা সীমান্তের ওই মেহগনি বাগানের ভেতর অভিযান চালায়। এ সময় এক শিশুসহ তিন বাংলাদেশীকে আটক করেন তারা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ