জীবননগর ব্যুরো: মাকে বলেছিলো গোসল সেরে এসে দুপুরের ভাত খাবে। কিন্তু সেই ভাত আর খাওয়া হলো না ইয়াছিনের। ভৈরব নদের পানিতে ডুবে তার করুণ মৃত্যু ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় নদে তার লাশ ভেসে ওঠে। এ ঘটনায় দিনমজুর পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মনোহরপুর গ্রামের উত্তরপাড়ার দিন মজুর হযরত আলীর ছেলে ইয়াছিন আলী (৯) মনোরহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। শুক্রবার দুপুরে সে মাকে জানিয়ে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। এসময় তার মা ভাত রান্না করছিলেন। গোসল করতে যাওয়ার সময় ইয়াছিন তার মাকে বলেছিলো গোসল সেরে এসেই সে ভাত খাবে। কিন্তু সে ভাত তার আর খাওয়া হয়নি। দুপুর গড়িয়ে বিকেল হলেও ইয়াছিন বাড়ি না ফেরায় মায়ের দুঃচিন্তা বেড়ে যায়। শুরু হয় খোঁজাখুজি। একপর্যায়ে সন্ধ্যায় ভৈরব নদে তার মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।