জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১০০ বোতল ফেনসিডিলসহ মনোহরপুর গ্রামের সাজেদুর রহমান (২৩) ওরফে সাজুকে আটক করা হয়।
জীবননগর থানাসূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ্ আল মামুনের নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে এবং জীবননগর অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধার মনোহরপুর আমতলা মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। জীবননগর থানার সাব-ইন্সপেক্টর নাহিরুল ইসলাম, সাব-ইন্সপেক্টর এসএম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে মনোহরপুর আমতলা মাঠ হতে ১০০ বোতল ফেনসিডিলসহ মনোহরপুর কাউন্সিলপাড়ার আব্দুস সাত্তারের ছেলে সাজেদুর রহমান ওরফে সাজুকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গতকালই তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করা হয়েছে।