রাজু সভাপতি নাঈম সাধারণ সম্পাদক নির্বাচিত
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বাঁকা ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। সম্মেলন শেষে সাইফুল ইসলাম রাজুকে সভাপতি ও নাঈম হোসেনকে সাধারণ সম্পাদক করে বাঁকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবু মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতি, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হোসেন মিলন, সদস্য মামুনুল হাসান, দর্শনা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হুজাইফা মল্লিক, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আক্তারুজ্জামান বাবু, যুগ্মআহ্বায়ক আব্দুর রহিম, চুয়াডাঙ্গা পৌর কৃষক লীগ যুগ্মআহ্বায়ক আরিফুল ইসলাম ও জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্মআহ্বায়ক ইমরানুল হাসান নয়ন। ত্রি-বার্ষিক কমিটিতে সহ-সভাপতি পদে শাকিল, যুগ্মসাধারণ সম্পাদক পদে আব্দুল হাকিম ও সাংগঠনিক সম্পাদক পদে আমিন নির্বাচিত হয়েছেন। জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক মেহেদী হাসান অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।