জীবননগর ব্যুরো: জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াত ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াত ইসলামী জীবননগর উপজেলা শাখার আয়োজনে জীবননগর প্রেসক্লাবে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জীবননগর প্রেসক্লাব সভাপতি এম আর বাবু’র সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানা অমির মাও. সাজেদুর রহমান, জেলা জামায়াত নেতা মাও. ইসরাইল হোসেন, মাও. মহিউদ্দিন. মাও. হাফিজুর রহমান। জীবননগর উপজেলা শাখার সেক্রেটারি সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে জামায়াত নেতা জিয়াউর হক, মাসুম বিল্লাহ, মাও. ফিরোজ হোসেন, ইসমাইল হোসেন মিয়া, ইব্রাহিম খলিল, হাফেজ বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম শফি প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। জীবননগর প্রেসক্লাবের সহ-সভাপতি নারায়ণ ভৌমিক, সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম বাবু, সভাপতি সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন, সাংবাদিক আকিমুল ইসলাম, মুন্সী খোকন, মিঠুন মাহমুদ, মাজেদুর রহমান লিটন, চাষি রমজান, রিপন হোসেন ও জহুরুল ইসলাম প্রমুখ সাংবাদিকগণ ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।