জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা প্রি-ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের শিক্ষক সমাবেশ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি, আলোচনাসভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল সকালে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাস হতে র্যালি বের করা হয়। বর্ণাঢ্য র্যালিটি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে পাইলট মাধ্যমিক বিদ্যালয় হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা কি-ারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ রাজিয়া আক্তার রেখা, আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, মাসুদ রানা ও উজ্জ্বল হোসেন খোকন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ইকরামুল হক। সভা শেষে জীবননগর উপজেলা কি-ারগার্টেন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। ১৪ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মোতালেব পুনঃনির্বাচিত হয়েছেন।