জীবননগর ব্যুরো: জীবননগর পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শাহাজাহান কবীরের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপির নেতা মাহমুদ হাসান খান বাবু। গতকাল বুধবার উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে তিনি প্রার্থী ও বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ভোট প্রার্থনায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে মেয়র প্রার্থী শাহাজাহান কবীর, যুবদল নেতা সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, বিএনপি নেতা তাজুল ইসলাম, সামসুজ্জামান ডাবলু, পৌর কাউন্সিলর হযরত আলী, আরিফ হোসেন ও আবুল বাসারসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। এর পূর্বে তিনি বৈঠকে দলীয় প্রার্থীকে মেয়র পদে বিজয়ী করতে সকল প্রকার ভেদাভেদ ভুলে সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য আহ্বান জানান এবং সেই সাথে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করেন।