জীবননগর ব্যুরো: জীবননগর থানা ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এ গাছের চারা রোপণ করেন। গাছের চারা রোপণ শেষে তিনি গাছের গোড়াতে পানি দেন।
গাছের চারা রোপণকালে জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, ওসি (অপারেশন) মোল্লা মোহাম্মদ সেলিমসহ থানার সকল অফিসারবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সবুজ বেষ্টনী গড়তে জীবননগর থানা ক্যাম্পাসে অধিকহারে গাছের চারা রোপণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও বজ্রপাত থেকে রক্ষা পেতে থানার বাউন্ডারিতে ১০টি তালের চারা রোপণ করা হচ্ছে। এর ফলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যাবে।