হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের মাদকব্যবসায়ী মোস্তাফার হাতে হাসাদাহ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মইদুল ইসলাম (৩০) লাঞ্ছিত হয়েছেন। এসময় তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ১০ টার দিকে কাটাপোল বাজারে এ লাঞ্ছিতের ঘটনা ঘটে। মইদুল কাটাপোল গ্রামের কাজিপাড়ার তোতা মিয়ার ছেলে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত গ্রাম পুলিশ মহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, কাটাপোল দক্ষিণপাড়ার মাহাতাব ওরফে মেজে খোকার ছেলে মোস্তফা আলী (৩৫) একজন মাদকব্যবসায়ী। কিছুদিন আগে জীবননগর থানা পুলিশ তাকে ধরার জন্য অভিযান চালায়। আমার সহযোগিতা নিয়ে পুলিশ তার বাড়িতে যাওয়ার কারণে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত বৃহস্পতিবার রাতে কাটাপোল বাজারে আমাকে মোস্তফা লাঞ্ছিত ও মারধর করে আহত করেন। পরে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে জীবননগর থানায় মামলা করেছি।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে ওই রাতে ঘটনাস্থলে পরিদর্শনে যায়। মাদকব্যবসায়ী মোস্তফার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।