জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর অসুস্থ। তিনি ঢাকাতে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ সংসদ সদস্যের আশু রোগ মুক্তি কামনায় গতকাল বুধবার জীবননগরে থ্রি-হুইলার মালিক সমিতি ও রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
গতকাল বিকেলে চুয়াডাঙ্গা জেলা থ্রি-হুইলার মালিক সমিতি জীবননগর উপজেলা শাখার পক্ষ হতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের রোগমুক্তি কামনায় জীবননগর বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। থ্রি-হুইলার মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হান্নান ও থ্রি-হুইলার মালিক সমিতি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা। দোয়া অনুষ্ঠানে থ্রি-হুইলার মালিক সমিতির কার্য নির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। উক্ত দোয়ার অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আলিম মাদরাসার প্রিন্সিপাল মাও. আব্দুল খালেক।
এদিকে গতকাল সন্ধ্যায় রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাজি আলী আজগার টগর এমপির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাতাব আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা ও কার্যকরী সদস্য সাজ্জাদ বিশ্বাস, লীগের সাংগাঠনিক সম্পাদক মমিন খান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ইসমাঈল হোসেন, সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মিলনুর রহমান, রমজান আলী, আমির হোসেন, ইউপি সদস্য আব্দুল মালেক, ইউপি সদস্য আকবার আলী, ইউপি সদস্য মানিক, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। অনুষ্ঠানে এমপি আলী আজগার টগরের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
পূর্ববর্তী পোস্ট
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে মানুষ শহরের সকল সেবা ভোগ করছে
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ