বেগমপুর প্রতিনিধি: জীবননগর আকন্দবাড়িয়া ঈদগার নিকট ট্রাককে সাইড দিতে গিয়ে গরুবোঝাই লাটাহাম্বার উল্টে গেছে। লাটাহাম্বার উল্টে ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নেয়া হয়েছে দামুড়হুদার চিৎলা হাসপাতালে। আহতদের মধ্যে দুলাল ও চালক মমিনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক।
দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর কুমারিদহ গ্রামের বেশ কয়েকজন গতকাল রোববার যশোর চৌগাছা গরুর হাট থেকে গরু কিনে তিন চাকার লাটাহাম্বারে করে বাড়ি ফিরছিলো। রাত ৮টার দিকে লাটাহাম্বারটি দর্শনা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়া ঈদগার নিকট পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে যায়। এসময় লাটাহাম্বার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লাটাহাম্বারটি উল্টে যায় এবং ৪ জন আহত হয়। আহতরা হলেন গ্রামের আব্দুস সাত্তারের ছেলে চালক মমিন (১৮), আনার ছেলে দুলাল (৩০), আরব আলীর ছেলে আবু (৫৫) ও তাইজেলের ছেলে সুজন (২৮)। খবর পয়ে দর্শনা ফায়ারস্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে পৌছায় এবং আহতদের উদ্ধার করে দামুড়হুদার চিৎলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চালক মমিনকে কুষ্টিয়া মেডিকেলে এবং দুলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে। দর্শনা থানার এসআই মাহমুদুল হাসান বলেন, লাটাহাম্বারে ১৯ জন গরুর ব্যাপারী ও ১৫টি গরু ছিলো। লাটাহাম্বারটি ট্রাককে সাইড দিতে গিয়ে উল্টে যায় এবং দুর্ঘটনাটি ঘটে।