জীবননগর ব্যুরো: জীবননগরে বাংলা মদসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে পুলিশ শহরের দত্তনগর এলাকায় অভিযান চালিয়ে ৪১ লিটার চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়।
থানাসূত্রে জানা যায়, দত্তনগর সড়ক হয়ে দুই মাদকব্যবসায়ী কয়েকটি ঢমে কয়েক লিটার চোলাই মদ নিয়ে আসছে গোপন এ সংবাদ পান জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। সংবাদের ভিত্তিতে তিনি অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। নির্দেশ পেয়ে সাব-ইন্সপেক্টর মহাসিন আলী, এএসআই কামরুজ্জামান, এএসআই আহাসন হাবিব ও এএসআই আহসান কবির সঙ্গীয় ফোর্স নিয়ে রাত সাড়ে ৭টার দিকে দত্তনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৪১ লিটার চোলাই মদসহ লক্ষ্মীপুর ব্রিজপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে হোসেন আলী (৫১) ওরফে সালমান ও নতুন তেতুলিয়া গ্রামের ওলিয়ার সরকারের ছেলে মোমিন সরকারকে (৩৫) গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন বলে ওসি সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।