আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের শাহাপুর ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিলসহ জাহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে আন্দুলবাড়িয়া-সাফদারপুর সড়ক পথ দিয়ে ফেনসিডিল পাচার করাকালে ঘুগরাগাছি গ্রামের অদূরে তাকে আটক করে পুলিশ। আটক জাহিদুল ইসলাম আন্দুলবাড়িয়া মীরপাড়ার জোহন আলীর ছেলে। গতকাল আটককৃতকে জীবননগর থানায় হস্তান্তর করে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা মাদক পাচার করার গোপন তথ্য পেয়ে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেনকে আটক করার নিদের্শ দেন। এ নিদের্শ পেয়ে ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এএস আই সোহেল ও এএসআই পলাশ কুমার প্রমাণিক সঙ্গীয় ফোর্সসহ ঘুগরাগাছি সড়কে অবস্থান নেন। এ সময় যাত্রিবেশে জাহিদুল ইসলামের নিকট থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা মাথাভাঙ্গাকে সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতে সোর্পদ করা হবে।