জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নস্তিগ্রামে অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে চোরাই ৫টি স্যালোমেশিন ও স্যালোমেশিনের একটি বডিসহ ৬টি স্যালোমেশিন উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে আন্তঃজেলা স্যালোমেশিন চোরচক্রের মূল হোতা হালিমসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার বিকেল ৩টা হতে রাত পর্যন্ত পুলিশ এ অভিযান পরিচালনা করে।
জীবননগর থানাসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে থানার এসআই কেরামত আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অভিযান পরিচালনা করেন। পুলিশ বিকেল ৩টা হতে রাত পর্যন্ত শ্যামকুড় ইউনিয়নের নস্তিগ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫টি স্যালোমেশিন ও স্যালোমেশিনের একটি বডিসহ ৬টি চোরাই স্যালোমেশিন উদ্ধার করে। এ সময় আন্তঃজেলা স্যালোমেশিন চোরচক্রের মূলহোতাসহ ৫জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- জীবননগর উপজেলার সুটিয়া পশ্চিমপাড়ার আলী হোসেনের ছেলে মো. হালিম (২৫), নতুন তেতুলিয়া গ্রামের দুখু মিয়ার ছেলে রাজা আহম্মেদ (২৪), মামুনুর রহমানের ছেলে ইবনে মুজাহিদ (২০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় বড় মসজিদপাড়ার আফসার উদ্দিনের ছেলে সোহাগ (৩০) ও নওদাগাঁ গ্রাম স্কুলপাড়ার আতিয়ার রহমানের ছেলে টুটুল হোসেন (৩২)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানার মামলা রুজু করা হয়েছে।