জীবননগর ব্যুরো: জীবননগর প্রেসক্লাবের সদস্য শেখ সামসুল আলম ও শেখ শহীদুল ভাতৃদ্বয়ের পিতা শেখ জালাল উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে………..রাজেউন)। শনিবার বিকেলে জীবননগর শহরের রাজনগরের বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৯৮) বছর। তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
মৃত্যুকালে ৫ ছেলে ও ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এ দিনই বাদ এশা থানাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে স্টেডিয়াম সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক ভাতৃদ্বয়ের পিতার মৃত্যুতে জীবননগর প্রেসক্লাবের পক্ষে সভাপতি এমআর বাবু ও সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল গভীর শোকপ্রকাশ করেছেন। সাংবাদিক নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশসহ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শামীম রেজার পিতার ইন্তেকাল
এছাড়া, আরও পড়ুনঃ