স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া বাজার মোড় মাঠে দিনেদুপুরে শিশু মরিয়ম (৮) হত্যা মামলার আসামি আবুল হোসেন ফটিককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনার দীর্ঘ ৪৮ দিন পর পুলিশ তাকে ঝিনাইদহের কোটচাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত ঘাতক আবুল হোসেন ফটিক উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের আবু তাহের মোংলার ছেলে।
পুলিশ সূত্র জানায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পাখিভ্যানচালক ইকবাল হোসেনের মেয়ে মরিয়ম খাতুন (৮) ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির অদূরে গোয়ালপাড়া বাজার মোড় মাঠে তার দু’ছোট বোনকে নিয়ে ঘাস কাটতে যায়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে একটি ভুট্টা ক্ষেতের মধ্যে শিশু মরিয়ম খাতুনকে ঘাতক ফটিক ডেকে নিয়ে ধর্ষণ শেষে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। জীবননগর থানা পুলিশ বুধবার দুপুরের দিকে সংবাদ পায় যে, ফটিক মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি আছে। পুলিশ এ সংবাদের ভিত্তিতে তাকে বুধবার বিকেলের দিকে গ্রেফতার করে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ফটিককে ঘটনার ৪৮ দিন পর ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার মূল রহস্য জানা যাবে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.