জীবননগরে শহীদ জিয়ার ৪১তম শাহাদৎ বার্ষিকী পালিত

 

জীবননগর ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী জীবননগরে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার জীবননগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের দুটি গ্রুপের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে ও ইক্ষু সেন্টারে আলোচনাসভা ও দোয়া ও খাদ্য বিররণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে ইক্ষু ক্রয় সেন্টারে অনুষ্ঠিত শাহাদৎ বার্ষিকীর আলোচনাসভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) বর্ণময় কর্মজীবন নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মো. আবু তালেব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এখলাছুর রহমান রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলেল সিনিয়র যুগ্মআহ্বায়ক মাছুদ আরিফ, যুগ্মআহ্বায়ক শাফায়েত সাদিদ রনন, সদস্য বিল্লাল হোসেন, মোস্তাফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক ইকরামুল হক ইকরা, যুগ্মআহবায়ক মুবারক মোল্লা ও যুগ্মআহ্বায়ক শাকিল হোসেন। শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনাসহ দরিদ্রদের মাঝে খাবার বিকরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন বিশ^াস।

অপর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক সাহাবুদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতিয়ার রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং সদস্য আমানউল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা বশির উর নাজির, শরিফুল ইসলাম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান, আজিজুল হক, সোহাগ, মহিউদ্দিন, মিজানুর রহমান, আব্দুস সামাদ, আব্দুল কাদেও, এরশাদ, একলাছ, রেজাউল, রাজু, রানা প্রমূখ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক রকিবুল ইসলাম বাবু।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More