জীবননগর ব্যুরো: জীবননগরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন মঙ্গলবার এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লক্ষ্মীপুরের শুকুর আলী (৫০) ও ইউনুছ আলীকে (৫০) ১৫ দিনের কারাদ- ও ১শ’ টাকা জরিমানা করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা লক্ষ্মীপুরের মৃত রহিম মণ্ডলের ছেলে শুকুর আলী ও মৃত কাশেম আলীর ছেলে ইউনুছ আলী মাদক সংরক্ষণ, ব্যবহার ও বিক্রি করে এলাকার পরিবেশ বিনষ্ট করে আসছিলো। এমন খবর পেয়ে মোবাইল কোর্ট সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে অভিযোগের সত্যতা পেয়ে মোবাইল কোর্টের বিচারক এসএম মুনিম লিংকন তাদেরকে ১শ’ টাকা করে জরিমানা ও ১৫ দিন করে কারাদণ্ডে দন্ডিত করে কারাগারে প্রেরণ করেন। জীবননগর থানা পুলিশের একটি টিম এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করে বলে জানা যায়।