জীবননগর ব্যুরো: জীবননগরে পুলিশের হাতে নারায়নগঞ্জগামী মামুন পরিবহনের সুপারভাইজার আল মামুনকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। গতকাল শনিবার জীবননগর বাসস্ট্যান্ডে মামুন পরিবহনে তল্লশি চালিয়ে পুলিশ ১শ’ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এ ব্যাপরে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত সুপারভাইজার আল মামুন (২৪) মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের রুস্তম আলীর ছেলে।
পুলিশসূত্রে জানা যায়, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, এসআই বাবুল, এসআই সাইফুজ্জামান, এএসআই কামরুজ্জামান, এএসআই আসাদ গতকাল বিকেলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহেশপুর উপজেলার নেপা থেকে ছেড়ে আসা নারায়নগঞ্জগামী মামুন পরিবহন জীবননগর বাসস্ট্যান্ড কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তল্লাশি চালান। এসময় পুলিশ গাড়ির বক্সের ভেতরে বিশেষ কায়দায় রাখা ১শ’ বোতল ফেনসিডিলসহ সুপারভাইজার আল মামুনকে আটক করে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ