জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিরোধী অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ জাফর আলী (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার জীবননগর থানার নতুনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার জাফর আলী জীবননগর থানার নতুনপাড়া গ্রামের আয়নাল ম-লের ছেলে।
ওসি নাসির উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে জীবননগর নতুনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় এ এলাকার জাফর আলীর বসতবাড়ি থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।