জীবননগর ব্যুরো: জীবননগরে পুকুরে ডুবে আব্দুল্লাহ নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর পৌর এলাকার রাজনগরপাড়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় আব্দুল্লার মৃতদেহ উদ্ধার করা হয়। আব্দুল্লাহ জীবননগর পৌর এলাকার রাজনগর পাড়ার জলিল ম-লের ছেলে ও স্থানীয় মাদরাসার হেফজখানার ছাত্র। জানা যায়, গতকাল সোমবার দুপুরে আব্দুল্লাহ বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসল করে দীর্ঘসময় বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। পরে পুকুরে তার মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে গ্রামবাসী উদ্ধার করে। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন।