জীবননগর ব্যুরো: জীবননগর শহরে পথচারী, ভ্যান ও সিএনজি চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। শিকড় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল বুধবার ২শ’ ব্যক্তির মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণকালে প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজি সামসুর রহমান চঞ্চল, জীবননগর পৌর কাউন্সিলার শেখ জয়নাল আবেদীন, কাউন্সিলর আবুল কাশেম, কাউন্সিলর জামাল হোসেন খোকন, শিকড় সমাজ কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির সহসভাপতি চাষী রমজান। এছাড়াও সদস্য লাবণী, রমজান, মিম, রিয়াজ, ওমর ফারুক উপস্থিত ছিলেন। মাস্ক বিতরণ শেষে স্বাস্থ্যবিধি মেনে চলাচলা করা ও মাস্ক ব্যবহার করার বিষয়ে সচেতনতামূলক প্রচার প্রচারণা করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ