জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার শাখারিয়াতে দিনব্যাপি নাক-কান-গলার ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া প্রবীণ সামাজিক কেন্দ্রে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত ইউনিয়ন চেয়ারম্যান ইসাবুল হক মিল্টন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন।
সীমান্ত ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী রবিউল ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান, গলা রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুমন কর্মকার ও সাংবাদিক মিথুন মাহমুদ। ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার সাজ্জাদ হোসেন, জাহিদুল ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা ফারজানা আফরোজ ও ইসরাত জাহান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি এ চিকিৎসা ক্যাম্প হতে ২ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং তাদেরকে ফ্রি ওষুধ বিতরণ করা হয়।