জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার প্রবেশমুখে উথলী এবং হাসাদাহে দুটি সীমানা গেটের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সীমানা গেট দুটির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। চুয়াডাঙ্গা থেকে জীবননগর যাওয়ার পথে উথলী জামতলা নামক স্থানে এবং কালীগঞ্জ হতে জীবননগর আসার পথে হাসাদাহে সীমানা গেট দুটি নির্মাণ করা হয়েছে। ৬ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এ গেট দুটি নির্মাণ করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার মায়ের দোয়া কনস্ট্রাকশন গেট দুটি নির্মাণ কাজ করেন।