স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগরে গাঁজাসহ মাদকব্যবসায়ী মুন্নাফ হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জীবননগরের নতুন তেতুলিয়া সড়ক থেকে দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুন্নাফের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খানের নেতৃত্বে এসআই সোহেল রানা, এসআই মুহিত হাসান, এএসআই আনিচুর রহমান, এএসআই রজিবুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নতুন তেতুলিয়াগামী পাকা রাস্তার ওপরে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। এসময় গাঁজা বিক্রিকালে মুন্নাফ হোসেন নামের একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে মোড়ানো দুটি গাঁজার প্যাকেট। উদ্ধারকৃত গাঁজার ওজন দুই কেজি। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মুহিত হাসান বাদী হয়ে গ্রেফতারকৃত মুন্নাফ হোসেনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ