জীবননগর ব্যুরো: শনিবার রাতে জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের বসতিপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। ট্রাকযোগে মাদক পাচার করা হচ্ছে এ সংবাদে রাতে পরিচালিত অভিযানে ৫০ পিস ইয়াবা ও ট্রাকসহ আঁশতলাপাড়ার মাদককারবারী মেহেদী হাসান শাপলা (৩৫) ও শাপলকলিপাড়ার সোহেল রানাকে (২১) আটক করে। আটককৃতদের গতকাল চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মাদক পাচারের উদ্দেশ্যে বসুতিপাড়ায় ট্রাক নিয়ে অপেক্ষা করছে মাদককারবারীরা এমন খবর পান থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। সংবাদের ভিত্তিতে তিনি থানার সাব-ইন্সপেক্টর তাইফুজ্জামান ও ও এএসআই পলাশকে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। পুলিশ কর্মকর্তাদ্বয় সঙ্গীয় ফোর্স নিয়ে রাত আনুমানিক ১টার দিকে আঁশতলাপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি মিনি ট্রাকসহ মাদককারবারী বসুতিপাড়ার মৃত মীর আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান শাপলা ও শাপলাকলিপাড়ার মৃত আরফান আলীর ছেলে সোহেল রানাকে ৫০ পিস ইয়াবাসহ মিনি ট্রাকসহ (যশোর-ট-১১-৪৩৩৬) তাদেরকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকালই চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয় বলে জানা গেছে।