জীবননগর ব্যুরো: জীবননগরে উপজেলার লক্ষ্মীপুরে গোয়াল ঘরের আরামিটের দেয়া ছাউনী থেকে পড়ে খামারি শাহাজান আলী (৪০) নামের একজন খামারির মৃত্যু হয়েছে। গতকাল রোবাবর এ ঘটনা ঘটে। নিহত শাহাজান আলী লক্ষ্মীপুরের আব্দুল গফুরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শাহাজান আলী দীর্ঘদিন ধরে প্রবাসী ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। বাড়িতে গড়ে তোলেন গরু মোটাতাজা করণ খামার। গতকাল সকালে আকাশ মেঘলা ছিলো। হচ্ছিলো গুড়ি-গুড়ি বৃষ্টি। তিনি গোয়ালঘরে গিয়ে দেখেন গোয়ালঘরের একটি আরামিন টিন ভেঙে গেছে। বৃষ্টির পানি গোয়ালে পড়তে পারে এ জন্য তিনি টিন ঠিক করার জন্য গোয়াল ঘরের ছাউনির ওপরে ওঠেন। টিন মেরামত করাকালে তিনি টিন ভেঙে নিচে পড়েন এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু ঘটে বলে জানা যায়।