জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন কোভিড-১৯ করোনার ভ্যাকসিন নিয়েছেন। গতকাল সোমবার তারা দুজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে এ ভ্যাকসিন গ্রহণ করেন। এ নিয়ে গতকাল সোমবার ৩৭১ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়। এ নিয়ে গতকাল পর্যন্ত জীবননগর উপজেলায় করোনার ভ্যাকসিন নিয়েছেন ১ হাজার ৩৪১ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি হতে করোনা ভ্যাকসিন দেয়া শুরু করা হয় এ উপজেলাতে। বর্তমানে করোনার ভ্যাকসিন দেয়ার জন্য ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রতিদিনিই ভ্যাকসিন দেয়ার জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে। গতকাল পর্যন্ত ১ হাজার ৮৬৫ জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ১ হাজার ৩৪১ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। গতকালই সর্বাধিক ভ্যাকসিন নিয়েছেন ৩৭১ জন। ভাওয়েল পাওয়া গেছে ২ হাজার ৫৭৩ জনের। জীবননগর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ইউপিআই জুলফিক্কার আলী উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।