জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার রাজনগরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদককারবারি ছায়রা খাতুনকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ছায়রাকে মাদক আইনে মামলা দায়ে করে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানা সূত্রে জানা যায়, জীবননগর থানার পাশর্^বর্তী রাজনগর কবরস্থানপাড়ার একটি বাড়িতে ইয়ারা মজুদ রয়েছে এমন সংবাদ পান থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা। সংবাদের ভিত্তিতে তিসি থানার সাব-ইন্সপেক্টর আকতার হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা কারেন। রাত আনুমানিক ১০টার দিকে পরিচালিত অভিযানে রাজনগর কবরস্থানপাড়া চাঁদ আলীর বাড়ি হতে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তার স্ত্রী মাদককারবারি ছায়রাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গতকাল তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি নাসির উদ্দিন মৃধা নিশ্চিত করেছেন।