জীবননগর ব্যুরো: তিন বিঘা জমির ধান কিংবা গম মাত্র ১ ঘণ্টায় কেটে ঝাড়া ও মাড়াই করে তাৎক্ষণিকভাবে বস্তায় ভরে দেবে এমন উন্নত ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন ৪টি কম্বাইন্ড হারভেস্টার গাড়ি জীবননগর উপজেলার কৃষকদের হাতে তুলে দিলো কৃষি বিভাগ। গতকাল মঙ্গলবার উপজেলা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এ গাড়ি তুলে দেন কৃষি অধিদফতর চুয়াডাঙ্গার উপ-পরিচালক আলী হাসান ও জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন।
জীবননগর কৃষি বিভাগ কর্তৃক আয়োজিত কম্বাউন্ড হারভেস্টার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি বিভাগের কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন, জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল। উপজেলার সীমান্ত ইউনিয়নের নবদূর্গাপুর গ্রামের শওকত আলীর ছেলে রাজিব হোসেন, জীবননগর হাইস্কুলপাড়ার নওশের আলীর ছেলে শাহিন আহাম্মেদ, হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের জাফলউল্লাহর ছেলে মাসুদ রানা উজ্জ্বল ও পুরন্দপুর গ্রামের রুস্তম আলীর ছেলে রশিদুল কাজীর হাতে অতিথিবৃন্দ তুলে দেন। ৩০ লাখ ৫০ হাজার ও ৩১ লাখ টাকা মূল্য মানের এ কম্বাউন্ড হারভেস্টার গাড়িগুলো সরকার অর্ধেক মূল্য ভর্তুকি দিয়ে কৃষকদের কল্যাণের জন্য সরবরাহ করছে বলে জানা গেছে। অনুষ্ঠানে এসিআই মোটরসহ সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ