স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) শূন্যপদে ভোটগ্রহণের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ এ প্রজ্ঞাপন জারি করেন। নির্বাচনে জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মো. মেজর আহাম্মেদকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে, জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মো. মেজর আহাম্মেদ জেলা নির্বাচন অফিসারের প্রজ্ঞাপন পাওয়ার পরপরই গণবিজ্ঞপ্তি জারি করেছেন। গণবিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২ নভেম্বর ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেমে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করা যাবে। ১০ অক্টোবর বাছাই এবং ১৮ অক্টোবর প্রত্যাহারের শেষ দিন রয়েছে। ১৯ অক্টোবর প্রতীক বরাদ্দ দেয়া হবে।
হাসাদহ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে নির্বাচনে হাসাদহ কুদ্দুস মিয়ার বাড়ী হতে হঠাৎপাড়া, মাঝপাড়া ও ঘুষিপাড়ার ১ হাজার ৭৩০ জন ভোটার অস্থাযী কেন্দ্র অ্যাডভোকেট আবুল কাশেমের বাড়ী সংলগ্ন মাঠে ভোটগ্রহণ করা হবে। ভোট কেন্দ্রে সংখ্যা ১টি, ভোট কক্ষের সংখ্যা ৬টি। ১ হাজার ৭৩০ জন ভোটারের মধ্যে ৮৭১ জন পুরুষ এবং ৮৫৯ জন মহিলা ভোটার রয়েছে।
জীবননগরের হাসাদহ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের হাসাদহ মোল্লাপাড়ার কবির আহম্মদ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের (জীবননগর উপজেলা) প্রার্থী হওয়ায় পদটি শূন্য হয়। এছাড়া, জীবননগরের কেডিকে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মেম্বার কাশিপুর মাঠপাড়ার কহিনুর বেগম জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে (দামুড়হুদা-জীববনগর) সংরক্ষিত সদস্য পদে ভোটে প্রার্থী হয়েছেন। তার ইউনিয়ন পরিষদে খুব শিগগিরই সাধারণ ইউনিয়ন পরিষদ ভোটগ্রহণ করা হবে। সেকারণে শূণ্য পদে ভোট অনুষ্ঠিত হবে না।
জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ বলেন, কেডিকে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষণ গণনা শুরু হয়েছে। সেকারণে সংরক্ষিত সদস্য পদে ভোট হচ্ছে না। তবে, ৬ মাসের বেশি সময় থাকায় হাসাদহ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জীবননগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজর আহাম্মেদ বলেন, নির্বাচনের গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ