জীবননগর ব্যুরো: জীবননগরের সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও বাংলাদেশ জাসদের চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক শামসুল আলমের পিতা আব্দুল মজিদ (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। গতকাল সোমবার সন্ধ্যায় জীবননগর শহরের হাইস্কুলপাড়ার বাসভবনে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালের ইর্মাজেন্সিতে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, আব্দুল মজিদ মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাাঁ শেষে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে জীবননগর প্রেসক্লাবের পক্ষ হতে ভারপ্রাপ্ত সভাপতি এসএম কামাল উদ্দিন জোয়াদ ও সাধারণ সম্পাদক এম আর বাবু ও জীবননগর সাংবাদিক সমিতির পক্ষে সভাপতি জিএ জাহিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন গভীর শোকপ্রকাশ করেছেন। সাংবাদিকদের পক্ষ হতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।