জীবননগর ব্যুরো: দৈনিক মাথাভাঙ্গার জীবননগর ব্যুরো প্রধান জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু ওরফে এমআর বাবুর মা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার সময় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তার মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার মস্তিস্কে রক্তক্ষরণে আক্রান্ত হন রিজিয়া বেগম। গতকাল রাত সাড়ে ১০টার দিকে তার দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, দৈনিক ইত্তেফাক, ডেইলি নিউনেশানের সাংবাদিক বিশিষ্ট ব্যবসায়ী এমআর বাবুর মা রিজিয়া বেগম গত মঙ্গলবার নিজবাড়িতে মস্তিস্কে রক্তক্ষরণে আক্রান্ত হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কার্ডিওলজি বিভাগের চিকিৎসক আবুল হোসেনের তত্বাবধানে থাকার একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে জীবননগর পৌর শহরের পোস্টঅফিস পাড়ার নিজবাড়িতে নেয়া হয়। শনিবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে রিজিয়া বেগম ৬ পুত্র, ৬ কন্যা ও আত্মীয়স্বজনসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
সাংবাদিক এমআর বাবুর মায়ের মৃত্যুতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দীন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট, দামুড়হুদা প্রেসক্লাব, দর্শনা প্রেসক্লাব, জীবননগর প্রেসক্লাব ও জীবননগর সাংবাদিক সমিতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
দৈনিক মাথাভাঙ্গার জীবননগর ব্যুরো প্রধান এমআর বাবুর মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন মাথাভাঙ্গা সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
অপরদিকে, দৈনিক মাথাভাঙ্গা’র জীবননগর ব্যুরো প্রধান ও জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবুর মাতার মৃত্যুতে বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক শামসুল আলম মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। সেই সাথে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ