জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাটে আগুনে পুড়ে ৩ দোকান ভস্মীভূত হয়েছে। দোকানিদের দাবী তাদের দোকানে রক্ষিত লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
দোকানি সুবল দাস ও আন্না দাসী জানান, দীর্ঘদিন ধরে তারা প্রতি সপ্তাহে শিয়ালমারী পশু হাটে বাঁশের তৈরি ঝুড়ি, চাটাই, খাঁচা থেকে শুরু করে নানা রকম পণ্যের ব্যবসা করে আসছিলেন। অন্যান্য দিনের মতো গতকাল বুধবারও তারা তাদের দোকানে মালামাল তুলেছিলেন। কিন্তু তাদের জীবন জীবিকার একমাত্র অবলম্বনে আঘাত হানলো সর্বনাশা আগুন। দোকানের পাশে শুকনো পাতায় লাগানো আগুনে সব পুড়ে ভস্মীভূত হলো।
ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য দিনের মতোই হাটের আগের দিন পর্যাপ্ত মালামাল দোকানে সাজিয়ে রেখেছিলেন তারা। দুপুরের দিকে কে বা কারা দোকানের আশপাশের ছড়িয়ে থাকা শুকনো পাতায় আগুন লাগিয়ে দেয়। সেখান থেকেই আগুন লাগে দোকানে। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে তিনটি দোকানে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন জীবননগর উপজেলার উথলী গ্রামের শ্রী ঝড়ু দাসের ছেলে সুবল দাস, অধীর দাসের স্ত্রী আন্না দাসী ও একতারপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে চা দোকানী জুলু হোসেন।
উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বেলা ১ টার দিকে কে বা কারা দোকানের আশপাশে ছড়িয়ে থাকা পাতায় আগুন লাগিয়ে দেয়। ওখান থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে ওই আগুন দোকানে এসে লাগে। আগুনে ৩টি দোকানের মালামাল পুড়ে গেছে।