স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে চারজন এবং সাধারণ সদস্য-মেম্বার পদে ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে সংরক্ষিত সদস্য (নারী) পদে কেউই মনোনয়নপত্র সংগ্রহ করেনি। আগামী ১৬ মার্চ ইভিএম-এর মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে রায়পুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান মীর্জা তাহাজ্জত আলী, বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শামিম হোসেন ও হাফিজুর রহমান এবং উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল হান্নান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে হাসাদহ ও মনোহরপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য-মেম্বার পদে ৪নং ওয়ার্ডে রাজা মিয়া, ৭নং ওয়ার্ডে সাদ আহম্মদ, ৮নং ওয়ার্ডে হাফিজুর রহমান এবং ৯নং ওয়ার্ডে সাইদুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
হাসাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য-মেম্বার পদে ১নং ওয়ার্ডে হাফিজুর রহমান, ২নং ওয়ার্ডে আসাদুল ইসলাম, ৪নং ওয়ার্ডে তবিবুর রহমান, সবুজ আলী, শাহীন রেজা ও মিলন বিশ্বাস এবং ৫নং ওয়ার্ডে জুম্মত ম-ল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য-মেম্বার পদে ৪নং ওয়ার্ডে রুহুল কুদ্দুস মোল্লা, ৬নং ওয়ার্ডে জামিরুল ইসলাম, ৮নং ওয়ার্ডে হাসান তারেক এবং ৯নং ওয়ার্ডে নজরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য-মেম্বার পদে ১নং ওয়ার্ডে আজিজুর রহমান, ৩নং ওয়ার্ডে আবু সায়েম বিশ্বাস, তরিকুল ইসলাম ও তোতা মিয়া, ৪নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, হাসানুজ্জামান ও হোসাইন মোহাম্মদ মাহমুদ, ৭নং ওয়ার্ডে ফরহাদ হোসেন, ৮নং ওয়ার্ডে আব্দুস সাত্তার এবং ৯নং ওয়ার্ডে আহাদ আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য-মেম্বার পদে ২নং ওয়ার্ডে তৌফিক মাহমুদ, ৫নং ওয়ার্ডে সৈয়দ আলী মুন্না, ৭নং ওয়ার্ডে কাবিল উদ্দিন এবং আব্দুস সামাদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য-মেম্বার পদে ১নং ওয়ার্ডে রাকিব হাসান ও মিনারুল ইসলাম, ২নং ওয়ার্ডে মাহবুব আলম, ৪নং ওয়ার্ডে নাজিম উদ্দিন, চামেলি বেগম, শুকুর আলী, আব্দুল হান্নান, জানিফ কাজী ও সাইফুল ইসলাম, ৫নং ওয়ার্ডে মাসুদ রানা ও মনিরুল বিশ্বাস, ৬নং ওয়ার্ডে দুজাউদ্দিন ও আমিরুল করিম, ৭নং ওয়ার্ডে তৌফিকুর রহমান ও সোহেল রানা, ৮নং ওয়ার্ডে জমির উদ্দিন এবং ৯নং ওয়ার্ডে আনম সেন্টু ও আলমগীর হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জীবননগর উপজেলার উথলী, মনোহরপুর, কেডিকে, বাঁকা, হাসাদহ ও রায়পুর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদে ১জন চেয়ারম্যান, ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত সদস্য (নারী) নির্বাচিত হবেন।
জীবননগরের বাঁকা, হাসাদহ ও রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. কামরুল হাসান এবং উথলী, কেডিকে এবং মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. মেজর আহাম্মেদকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
প্রসঙ্গত: ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষদিন, মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহরের শেষদিন ২৭ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।