জীবননগর ব্যুরো: জীবননগর-চ্যাংখালী সড়কের গোলায়পাড়ার কালভার্টের নিকট ইটভাটার মাটি টানা ট্রাক্টর-পাউয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাওয়ার ট্রিলারের যাত্রী ২ জন ঢালাই শ্রমিক মারাত্মভাবে আহত হয়েছেন। আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মেদিনীপুর হতে ইটভাটার একটি মাটি টানা ট্রাক্টর দ্রুত গতিতে আসছিলো। এ সময় ঢালাই শ্রমিক ভর্তি হরিহরণগরের একটি পাউয়ারট্রিলারের দ্রুত গতিতে হরিহরণগরে ফিরছিলো। গোয়ালপাড়া বাজার পার হওয়ার পর সরু ব্রিজের ওপর পৌঁছে পাওয়ার ট্রিলারের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অজ্ঞাতনামা দুই ঢালাই শ্রমিক আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়াতে রাতেই তাকে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ