স্টাফ রিপোর্টার: জীবননগরের উথলীতে লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অপচেষ্টা করেছে সোহেল হোসেন নামে এক যুবক। অভিযুক্ত সোহেল হোসেন (২৫) জীবননগর উপজেলার উথলী গ্রামের রফিকুল ইসলাম লাল্টুর ছেলে। গতকাল মঙ্গলবার বেলা ২টায় উথলী গ্রামের ঈদগা পাড়ায় এ ঘটনা ঘটেছে।
গ্রামবাসী জানায়, আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের জনৈক এক ব্যক্তির শিশুকন্যা তৃতীয় শ্রেণির ছাত্রী রোববার উথলী গ্রামে ঈদগাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে। গতকাল মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় সোহেল হোসেন লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে পার্শ্ববর্তী একটি গর্তের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটির গায়ের জামাকাপড় ছিড়ে ফেলে এবং মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের অপচেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে মাঠের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত সোহেল হোসেন কৌশলে পালিয়ে যায়।
জীবননগর থানা পুলিশের ওসি মো. আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এদিকে একটি অসর্মথিত সূত্র জানিয়েছে, গতকাল রাতেই উভয়পক্ষ গ্রামের কিছু মানুষের মাধ্যমে ১ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মিমাংসা করেছে। তবে, এলাকাবাসী এ ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্ত যুবকের শাস্তির জন্য লোকোমোর্চাসহ মানবাধিকার সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছে।