জীবননগরের আন্দুলবাড়িয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় উত্তেজনা
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ার ডুমুরিয়া গ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্কুলছাত্রীর ভাই প্রতিবাদ করতে গেলে উত্ত্যক্তকারী যুবক সোলাইমান হোসেন তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করায় এ উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ শুক্রবার এ ঘটনায় বিকেলে গ্রামে সালিস সভার আয়োজন করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ডুমুরিয়া গ্রামের আশরাফুল ইসলামে মেয়ে আন্দুলবাড়িয়া বহমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাবিয়া খাতুন (১২) সহপাঠী কাইদার হোসেনের মেয়ে নিশি খাতুন (১২) ও আনিছুর রহমানের মেয়ে জান্নাতুল খাতুন (১৩) গতকাল বৃহস্পতিবার সকালে স্কুলে উপ-উপবৃত্তির ফরম পূরণ করতে যাতায়াতের পথে একই গ্রামের মন্টুর ছেলে বখাটে সোলায়মান (১৮) প্রত্যহ উত্ত্যক্ত করে আসছে। গতকাল স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করায় শিশু শিক্ষার্থী তার বড় ভাই তামিম হোসেনকে ঘটনাটি জানায়। ছোটবোনকে উত্ত্যক্ত করার ঘটনায় তার ভাই বিকেলে বখাটে উত্যক্তকারী সোলায়মান আলীর বাড়িতে প্রতিবাদ করতে গেলে বখাটে যুবক তামিম হোসেনকে শারিরীকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে সাময়িক উত্তেজনা দেখা দেয়। শিশু শিক্ষার্থীর পিতা আশরাফুল ইসলাম শাহাপুর ক্যাস্পে অভিযুক্ত সোলায়মান হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই জামির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে অভিযুক্তের বিরুদ্ধে সালিসসভা অনুষ্ঠিত হবে বলে গ্রাম সূত্রে জানা গেছে।