জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হলরুমে জীবননগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, উপজেলা চোরাচালন প্রতিরোধ কমিটি ও উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দিন মৃধা, বেনীপুর কোম্পানি কমান্ডার সুবেদার হাফিজুর রহমান, জীবননগর থানা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার পরামানিক, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালের সহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এ সময় জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, জীবননগরে যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জীবননগর থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নির্দেশে আমরা যেকোনো ধরনের সন্ত্রাস, মাদক, নাশকতা প্রতিরোধে জীবননগর থানা পুলিশ সর্বদা সক্রিয় অবস্থানে রয়েছি। এছাড়াও তিনি জীবননগর উপজেলা বাসিকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে হাজি হাফিজুর রহমান হাফিজ বলেন, জীবননগর উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জীবননগর উপজেলা পরিষদ সদা তৎপর। এছাড়াও জীবননগর উপজেলা পরিষদে যেকোনো ধরনের অরাজকতা, মাদক, স্বর্ণ চোরাচালিন রোধে উপজেলা প্রশাসনের নিকট আমাদের সম্পূর্ণ সহযোগিতা অব্যাহত রয়েছে। সভাপতির বক্তব্যে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান বলেন, জীবননগর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন সর্বদা সক্রিয় অবস্থানে রয়েছে। এছাড়াও তিনি প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আহ্বান জানান।