জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে চুয়াডাঙ্গায় যুবলীগের স্মারকলিপি

 

স্টাফ রিপোর্টার: ১৫ আগস্টের হোতা খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি ও ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ও পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে স্মারকলিপি দিয়েছে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম-আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসুর কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা। এরপর বেলা ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কমকর্তা শামীম ভূইয়ার কাছেও অনুলিপি পেশ করেন নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। ফলে তার মরণোত্তর বিচার করা এখন সময়ের দাবি। স্মারকলিপিতে আরও দাবি জানানো হয়, জিয়াউর রহমানের ছেলে অর্থ পাচারকারী তারেক রহমান বিদেশে পালিয়ে বিলাসী জীবন কাটাচ্ছেন। তার কোনো ব্যবসা-বাণিজ্য নেই। তার অর্থের উৎস্য কি? তারেক রহমান বিদেশে বসে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশ ধ্বংসের পাঁয়তারা করছেন। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। খুনি জিয়াউর রহমানের মরনোত্তর বিচার দাবি ছাড়াও স্মারকলিপিতে বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত খুনিদের সাজা কার্যকর এবং খুনি তারেক রহমানের সাজা কার্যকর ও সন্ত্রাসী সংগঠন বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More