স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি নতুনপাড়ায় ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সেখ শামসুল আবেদীন খোকন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি সারাদেশে ব্যাপক উন্নয়ন করছেন। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায়ও ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে। পৌর মেয়র হিসেবে ওবায়দুর রহমান চৌধুরী জিপু যেভাবে চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নমূলক কাজ করছে, তা নজীরবিহীন। তার আমলের প্রত্যেকটি কাজই হচ্ছে উন্নতমানের। তিনি সাধারণ মানুষের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। জিপুর হাত ধরেই চুয়াডাঙ্গা পৌরসভা সারা দেশের মধ্যে একটা রোল মডেল হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর আবুল হোসেন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ দীপন, ঠিকাদারী প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জাবেদ মো. রফিক খান, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু তাহের বিশ্বাস, আব্দুল আলিম, তানভীর রহমান উজ্জ্বল, সফী, আনিস, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি প্রমুখ।