স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক রিপন মন্ডল, সহসভাপতি আব্দুল মাজিদ ও শ্রী বিরাট কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতু, মিরাজুল ইসলাম নান্টু ও কাছেদ আলী, সহ-সাধারণ সম্পাদক শেখ আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর গফুর, ছাইদুর রহমান, জুলিয়াছ আহমেদ মিল্টু ও এমদাদুল হক ইদু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী কৃষ্ণ পদ সাহা ও সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, কার্যকরী সদস্য মোস্তাফিজুর রহমান, জালাল উদ্দিন, বাবুল শেখ, শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, চুয়াডাঙ্গা উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি টোকন মিস্ত্রী, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীসহ সকল সেক্টরের শ্রমিক কর্মচারীবৃন্দের উপস্থিতিতে সভা পূর্ণতা লাভ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টি বেকারীর কার্যকারী সদস্য মো. বাবুল শেখ, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা ও বিএডিসি শ্রমিক নেতা মাজেদা খাতুন, জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পরিবহন বিভাগের নেতা মিরাজুল ইসলাম নান্টু, সহ-সভাপতি আ. ছালাম, সাবেক যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, জেলা ট্রাক ও ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক রিপন ম-ল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা আব্দুল কাদের।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ