মুজিবনগর প্রতিনিধি: আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও দলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে বাগোয়ান ইউনিয়ন পরিষদের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মুজিবনগর কমপ্লেক্স সূর্যউদয় রেস্টহাউজে বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন বিশেষ বর্ধিত সভার আয়োজন করেন। মেহেরপুর সরকারি কলেজের সাবেক জিএস ও জেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমান বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেনের সভাপতিত্বে এবং বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মি. বাবুল মল্লিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভকেট ইব্রাহিম শাহিন। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন আ.লীগের সভাপতি মুজিবুর রহমান মধু প্রমুখ। বর্ধিত সভায় বাগোয়ান ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।