মেহেরপুর অফিস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা ” জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২২’র উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী একযোগে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ অভিযান ২০২২ কর্মসূচী পালন করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মেহেরপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের পক্ষ থেকে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করা হয়। জেলা কমান্ড্যান্ট মো. সাহাদাত হোসেনের উপস্থিতিতে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে সার্কেল অ্যাডজুটেন্ট মো. আল-মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারী উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।