জলাতঙ্ক নির্মূলে ব্যাপকহারে কুকুরের টিকাদানের উদ্যোগ
চুয়াডাঙ্গা-মেহেরপুরে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ব্যাপকহারে কুকুরের টিকাদানের (এমডিভি) উদ্যোগ নেয়া হয়েছে। সভায় জানানো হয় আগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি সদর উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এ কার্যক্রম বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, আগে কুকুরে কামড়ানোর পর আক্রান্ত মানুষকে চিকিৎসা দেয়া হতো। নাভির চারপাশে ১৪টি ইনজেকশন দেয়া হতো। যা ছিলো খুবই কষ্টের। বর্তমানে কুকুরে কামড়ালে ঘটনার দিন, তৃতীয় দিন ও সপ্তম দিন মোট তিনটি ইনজেকশন দেয়া হয়। সময়ের প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা কুকুরকে নির্বিষ করতে ২০১৯ সালে ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম এমডিভি শুরু করে। তারই ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো জেলাব্যাপী কুকুরের টিকা দেয়া হবে। সদর উপজেলা দিয়ে শুরু হচ্ছে। পর্যায়ক্রমে জেলার বাকি উপজেলা গুলোতেও এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় টিকাদান কার্যক্রম বিষয়ে গতকাল মঙ্গলবার সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলনকক্ষে অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আওলিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন সাজ্জাৎ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিহির কান্তি বিশ্বাস, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কু-ু, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এএসএম ফাতেহ আকরাম। এমডিভি প্রকল্পের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের সুপারভাইজার ইশতিয়াক ইসলাম। তিনি জানান, আগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি টানা পাঁচদিন সদর উপজেলার ছয়টি ইউনিয়ন ও সদর পৌরসভায় ২ হাজার ৬০০ কুকুরকে টিকা দেয়া হবে। তার আগে টিকাদানকর্মী ও সহযোগিদের দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস মহিলা চেয়ারম্যান শাহজাদী মিলি, চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ ও গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান বক্তব্য রাখেন।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলায় অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার হাদী জিয়াউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু মিয়া, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান মিতু, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, আরএমও শারমিন সুলতানা কণা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, স্বাস্থ্য পরিদর্শক এইচআই আব্দুস সামাদ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মজনুর রহমান, সরকারি স্বাস্থ্য পরিদর্শক মহাবুল হক, এইচআই শামসুজ্জামান, এমটিপিপিআই বিপ্লব শেখ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামসুজ্জামান, আহসানুল হক মালিক, আনিসুর জামান মালিক, সৈয়দ আক্তার হোসেন, মহাসেন আলী, হাসেম আলী, পারভেজ আলম, আব্দুল মান্নান, হায়দার আলী, এইচএ জামশেদ আলী। জলাতঙ্ক রোগ সম্পর্কে বিস্তারিত ধারনা দেন রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা এমডিভি অফিসার জিন্নুবাইন।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কন্ফারেন্স রুমে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখার প্রোগ্রাম অফিসার আমজাদ হোসাইন। সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ডা. তাছলিমা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ তানী, দামুড়হুদা উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল হাসান শাওন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন, কার্পাসডাঙ্গা ইউপি সদস্য মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিন, ইপিআই টেকনিশিয়ান ফারুক আহমেদ, পরিসংখ্যানবিদ শাহজাহান হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভায় আগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি ৫ দিনব্যাপী দামুড়হুদা উপজলায় পোষা ও বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দামুড়হুদা উপজেলা সেনেটারি ইন্সেপক্টর জামাত আলী।
জীবননগর ব্যুরো জানিয়েছে, চুয়াডাঙ্গা’র জীবননগরে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২৩ উপলক্ষ্যে অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে। ‘রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সেলিমা আক্তারের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা। বিশেষ অতিথি ছিলেন আর. এম. মোস্তাফিজুর রহমান সুজন, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর হাসান, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি. এজাহিদুল ইসলাম জাহিদ বাবু, মেডিকেল অফিসার রুবিনা আক্তার প্রমুখ। সভায় জীবননগর উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রমের ওপর আলোচনা করা হয়। জীবননগর উপজেলায় প্রায় ৫ হাজার কুকুরকে টিকা প্রদান করা। উপজেলায় ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ৫ দিনব্যাপী টিকাদান কর্মসূচিতে একটি পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ২৩টি টিম কাজ করবে। প্রতিটি টিমে থাকবে একটি ডাটাকালেকশন, একজন ভ্যানচালক, দুইজন দক্ষ কুকুর ধরালোক, একজন স্থানীয় কুকুর ধরালোক ও একজন টিকাদান কর্মী।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকাদান কার্যক্রম অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলায়তনে এ অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. জয়াহেরুল আনাম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফন নেছা লতা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বাড়াদী ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন, ইপিআই সুপার খন্দকার আবু সামাইন প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ব্যাস্তবায়নের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে মুজিবনগর জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান। জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে স্বাগত বক্তব্য রাখেন এমডিভি সুপ্রাভাইজার সিডিসি ডি.জি.এইচ এস মহাথালী ঢাকা মো. আজাহারুল ইসলাম ও মনির মুন্সী । এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. তৌফিকুল আহমেদ, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর পরিষদের চেয়ারম্যান এসএম মাহবুব আলম রবি, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হাই, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাহার আলী, আব্দুল ওহাব, আবুল আজিজ, মোজাম্মেল হক প্রমুখ।