মেহেরপুর প্রতিনিধি: বাম্পার ফলন হলেও করোনা ভাইরাসের প্রভাবে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। শ্রমিক সংকট তীব্র হয়ে উঠেছে কোথাও কোথাও। তাই সবাইকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে গতকাল সোমবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির নির্শেনায় মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে ৫০জন আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী নিয়ে কৃষক মুনসুর আলীর ধান কেটে দিয়েছেন।
এসময় নেতাকর্মীরা বলেন, করোনা ভাইরাসের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না। বিষয়টি আমাদের নজরে আসে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির নির্দেশনা ছিলো কৃষকের পাশে দাঁড়ানোর। ধান কাটার সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামিজ, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক রন্টু জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম রাজিব, যুবলীগ নেতা রাজু আহমেদ লিটিল, আল মামুন, মিজানুর রহমান মিজান, আজিম, রনিসহ দলীয় নেতাকর্মীরা।
পূর্ববর্তী পোস্ট
ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানবে বুধবার : ৪-৫ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা
এছাড়া, আরও পড়ুনঃ