জনগণের মাঝে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে
আলমডাঙ্গার জোড়গাছায় কর্মীসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে আসাদুল বিশ্বাস
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ^াস নির্বাচনী প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। তিনি গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর মোড়ে কর্মীসভা করেছেন। কর্মীসভায় জনগণের মাঝে সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরার আহ্বান জানিয়েছেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতার সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের বিগত দশ বছর বাংলাদেশের জন্য সোনালী দশক। এ সময় দেশের যা উন্নয়ন হয়েছে তা বিশ্বের উন্নত দেশ সমূহকেও তাক লাগিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে। বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে, সার, গ্যাস ডিজেলের জন্য কৃষকের প্রাণ যাচ্ছে না। অসহায় মানুষের জন্য বয়স্কভাতা, বিধবা ভাতা ও সল্প মুল্যে পণ্য ক্রয় করার জন্য টিসিবি পণ্যের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের সব চেয়ে বড় সাফল্য পদ্মা সেতু, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল ও কর্ণফুলি ট্যানেলের মতো মেগা প্রজেক্ট। যা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে আর এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামীতেও নৌকা মার্কা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। আগামীতেও এই উন্নয়ন বহুগুণে বৃদ্ধি পাবে। আমি আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। মানুষের পাশে থাকতে চাই। তাই আগামী সংসদ নির্বাচনে এ আসনে নৌকাকে জয়যুক্ত করতে আমি বদ্ধপরিকর। আমি আওয়ামী লীগের একজন কর্মী। আগামী সংসদ নির্বাচনে আমি দল থেকে মনোনয়ন চাইবো। তিনি আরও বলেন, শেখ হাসিনার কাছে আমাদের সব তথ্য আছে। কে কে যোগ্য তিনি ভালো করে জানেন। আমি দীর্ঘদিন ধরে গরিব মানুষের পাশে থেকে সেবা করেছি। নাগদাহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য টিটন মেম্বার, আইলহাস ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন মেম্বার, সহ-সভাাতি ফেলু, মোমিনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মেম্বার, নাগদাহ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মনিরুজ্জামান জামাল মেম্বার, আইলহাস ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাতেম আলী, ২নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক, নজরুল ইসলাম, চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, মোস্তাফিজুর রহমান ফল্টু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাবেক ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান।