বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজার পাড়ার পল্লিচিকিৎসক সকলের পরিচিতমুখ এলাকার চিকিৎসা সেবক নামে পরিচিত কামাল হোসেনের নামাজে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হিজলগাড়ী বাজার মাঠে জানাজা শেষে নলবিলা কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশগ্রহণ করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। তিনি কামাল হোসেনের অকাল মৃত্যুতে গভীরভাবে শোক জানিয়েছেন। জানাজায় আরও উপস্থিত ছিলেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল আজম মিন্টু, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপনসহ বহু গুণগ্রাহী।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী বাজারপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে তিন সন্তানের জনক পল্লিচিকিৎসক কামাল হোসেন বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে বুকে ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে রাত ১১টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বস্তরে নেমে আশে শোকের ছায়া।